
যুক্তরাষ্ট্রে প্রথাগতভাবে শপথ নেওয়া হয় বাইবেল ছুঁয়ে, কিন্তু এবার ইতিহাসের এক নতুন অধ্যায় যোগ হলো। প্রথমবারের মতো একজন মুসলিম নারী পবিত্র কোরআনে হাত রেখে মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন।
এই নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ। তার শপথ গ্রহণকে যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যের এক অসাধারণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। এই খবরের সঙ্গে যুক্ত দেশজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহের ঢেউ বইছে, পাশাপাশি মিষ্টি বিতরণ ও উদযাপন চলছে। সোমা সাঈদও নিজে এই মুহূর্তে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
গেল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন এবং এখন মার্কিন বিচারাঙ্গনে দায়িত্ব পালন করবেন।
এই নির্বাচনে জয়ী হওয়ার পেছনে ৪ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারকরা দলীয় বা সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হন।
সোমা সাঈদ শুধুই মেধাবী নন, তিনি বাঙালি কমিউনিটির একজন পরিচিত মুখ। এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।