
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে একই সিদ্ধান্ত আসার পর তিনি এ মন্তব্য করেছেন।
স্যান্ডার্স যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সহায়তা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, “গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল।” তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের গণহত্যার ঘোষণা দেওয়ার পর বুধবার স্যান্ডার্স মন্তব্য করেন, “ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্য প্রমাণ করছে।”
তিনি বলেন, “হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য; ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”
স্যান্ডার্স প্রথম মার্কিন সিনেটর যিনি সরাসরি ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বললেন, যদিও কংগ্রেসের নিম্নকক্ষে আগে এই দাবি এসেছে।
জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা হলো, “কোনও জাতিগত, বর্ণ, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড।” অর্থাৎ এটি শুধু যুদ্ধবিধি লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইনের অন্যতম ভয়াবহ অপরাধ।
অন্যদিকে, মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট বুধবার ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন। তিনি লিখেছেন, “এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরায়েলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠী ধ্বংসের চেষ্টা।”
স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার ও অস্ত্রশস্ত্র পাঠিয়ে নেতানিয়াহুর গণহত্যাকারী সরকারকে টিকিয়ে না রাখি।”
তিনি আরও বলেন, “গণহত্যা হিসেবে স্বীকৃতি পেলে অবশ্যই তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জাতিসংঘের মাধ্যমে ব্যাপক ত্রাণ সহায়তা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নিশ্চিত করতে হবে।”
স্যান্ডার্স সতর্ক করে বলেন, গাজার ভয়াবহতা শুধু ওই অঞ্চলের নয়, বিশ্বব্যাপী হুমকি। তিনি বলেন, “মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বিনা শাস্তিতে চললে আমরা বর্বরতার যুগে প্রবেশ করব।”
আগে পর্যন্ত স্যান্ডার্স গণহত্যা শব্দটি সরাসরি ব্যবহার এড়িয়ে গিয়েছিলেন, এবার তিনি এটি সামনে নিয়ে এলেন।