
চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বাসচাপায় ৬ বছর বয়সী মার্জিয়া ও তার নানি নাজমা বেগমের মর্মান্তিক মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নানির মৃত্যু হয়।
বাস চালক, যিনি মূলত সুপারভাইজার, ঘটনাস্থলে অতিরিক্ত দায়িত্বহীনতার কারণে নিয়ন্ত্রণ হারান বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বাসের বেপরোয়া গতিতে চলার ফলে নিহত দুইজনের প্রাণহানি ঘটে। স্থানীয়রা উত্তেজিত হলেও চালককে পুলিশে সোপর্দ করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, চালক ও বাসকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।