
জাতীয় সনদভিত্তিক নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন।
ডা. তাহের বলেন, "আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। যদি সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দেয়, তবে সমমনা দলগুলোকে নিয়ে আমরা আন্দোলনে নামব।"
উল্লেখ্য, জামায়াতসহ কয়েকটি ইসলামী দল দীর্ঘ কয়েক মাস ধরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এই দাবির বিরোধী অবস্থান রেখেছে।