
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষের কথা শোনা গেলেও এতদিন নীরব ছিলেন সাইফ হাসান। তবে টুর্নামেন্টের শেষ দিকে এসে তিনি প্রকাশ্যে জানালেন, দুর্নীতি দমন বিভাগের আচরণ তার কাছে ‘অসম্মানজনক’ মনে হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন বিভাগের আচরণ নিয়ে সাইফ বলেন, ‘প্রথম দুই-তিন ম্যাচে যখন ক্লিক করিনি, ওদের (দুর্নীতি দমন কর্মকর্তারা) কাছে লেগেছে যে, আমার পারফরম্যান্সটা মিলছে না গত বছরের সঙ্গে; মানে গত বছর যেভাবে খেলেছি। ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগেনি। ওরা এসে হুট করে চার্জ করছে। এটা আমার ভালো লাগেনি। ডিস্টার্বড হয়েছি।’
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন সাইফ হাসান। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। ব্যাট হাতে পুরো আসরে ধারাবাহিক হতে পারেননি এই জাতীয় দলের ক্রিকেটার। প্রথম আট ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র ৬০ রান। তবে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডও ওরকম না। এই জিনিসটা নিয়ে আমি অনেক বিরক্ত হয়েছি অবশ্যই। তবে ম্যানেজমেন্টকে ধন্যবাদ, তারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে।’
ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে এসে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সাইফ। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে জিজ্ঞেস করেনি। তবে তখন আমাদের ড্রেসিংরুমে এসেছিল। ড্রেসিংরুমে এসে জিজ্ঞেস করছে—ব্যাটিংয়ে নামছ নাকি বা এরকম। ব্যাটিংয়ে নামার আগে ড্রেসিংরুমে ছিলাম। তখন এসেছিল, আর তার আগের দিন রুমে এসেছিল।’
ঘটনাটিকে অপমানজনক আখ্যা দিয়ে তিনি আরও বলেন,
‘অবশ্যই বিস্ময়কর এই ব্যাপারটা। আমি বিশ্রাম নেব, তখন হুট করে এসেছে। (রাহমানুল্লাহ) গুরবাজ তো ঘুমাচ্ছিল, তখন এসেছে। আগে থেকে তো জানাবে! হুট করে আসা মানে, এটা তো অনেক অসম্মানজনক।’