
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার প্রতিবাদে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণের গোলচত্বরে শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের আয়োজকরা জানান, কর্মসূচি হবে শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে কঠোর অবস্থান। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এই স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি তুলে ধরেছে।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি প্রধান দাবি হলো:
১. নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের দুর্ব্যবহারের অভিযোগে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৫. পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে নতুন, নিরাপদ বিমান সংযোজন করতে হবে।
৬. প্রশিক্ষণ কার্যক্রম ও এর এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা শুধু সহানুভূতি নয়, চায় দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের যথাযথ সম্মান এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা।
শিক্ষার্থী হাসিব বিল্লাহ বলেন, “শুধু মাইলস্টোন নয়, ঢাকার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও যেন এমন ঝুঁকিতে না পড়ে—আমরা সেটাই চাই। এই দুর্ঘটনার পর সহপাঠীরা ভীত হয়ে পড়েছে। আমাদের প্রয়োজন নিরাপদ শিক্ষাব্যবস্থা।”
শিক্ষার্থীরা সকল শ্রেণি-পেশার মানুষকে তাদের ন্যায্য দাবিতে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে এবং একযোগে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার অনুরোধ জানিয়েছে।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিমান ও ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনে বহু শিক্ষার্থী থাকায় প্রাণহানির ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। জাতির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি।”