
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি মাসের ১৭ তারিখ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে, শারদীয় দুর্গাপূজার আগেই। মাত্র সাত দিনে বেনাপোলের মাধ্যমে ভারতে প্রেরিত ইলিশের পরিমাণ ছাড়িয়েছে এক লাখ কেজি।
দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম এখন দুই হাজার টাকার ওপরে হলেও ভারতে রপ্তানি হচ্ছে প্রতি কেজি মাত্র ১ হাজার ৫৩৩ টাকায়, যা প্রায় ১২.৫ মার্কিন ডলার দরে বিক্রি হচ্ছে। ১৭ সেপ্টেম্বর শুরুতেই ৮ ট্রাক ইলিশ ভারতে পাঠানো হয়, যার পরিমাণ ছিল ৩৭,৪৬০ কেজি। এরপর ১৮ সেপ্টেম্বর ২৬,৩৫৮ কেজি, ২০ সেপ্টেম্বর ৬,০০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ১১,৭৬০ কেজি, ২৪ সেপ্টেম্বর ২,০০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৬,০০০ কেজি এবং ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১২,৮৯৬ কেজি ইলিশ রপ্তানি করা হয়। এই হিসাবে সাত দিনে মোট ১,০২,৮৩৪ কেজি ইলিশ ভারতে গিয়েছে।
সরকারের অনুমতি অনুযায়ী, যদিও ইলিশ রপ্তানি নিষিদ্ধ, তবু শারদীয় দুর্গাপূজার জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। এদের মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ। বেনাপোলের আড়তে ১ কেজি ইলিশ ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হলেও ভারতে রপ্তানি হচ্ছে অনেক কম দামে। বেনাপোল বাজারের জয় মৎস্য ভান্ডারের মালিক বিকাশ দেবনাথ এই নিয়ে বলছেন, "স্থানীয় বাজারে যেখানে প্রতি ১ কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকার ওপরে। সেখানে ভারতে ১ হাজার ৫৩৩ টাকা কেজিতে কীভাবে রপ্তানি হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম আকারের ইলিশ দেড় হাজার টাকা কেজি বিক্রি হয়।"
বেনাপোলের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, "ভারতে দুর্গাপূজা মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর জমজমাট খাওয়া দাওয়া। ইলিশ ছাড়া বাঙালির খাওয়া দাওয়া যেন পরিপূর্ণ হয় না। আর দুর্গাপূজোর আগেই ভোজনরসিক বাঙালির কাছে সর্বোৎকৃষ্ট মহরত। রেস্তোরাঁ হোক বা বাড়িতে অষ্টমী বা নবমীর দুপুরে সরষে ইলিশ, ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি দিয়ে লাঞ্চ না করলে পূজার আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। স্বাদে গন্ধে পদ্মার ইলিশের জুড়ি মেলা ভার। এবার বাংলাদেশের ইলিশ আসার কারণে পূজায় ইলিশ রসনায় তৃপ্ত হবে বঙ্গ সমাজ এ কথা বলাই বাহুল্য।"
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানিয়েছেন, "আসন্ন দুর্গাপূজায় ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদন করা ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩৩ টাকা। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে।" তিনি আরও বলেন, "৭ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১০২ টন ৮৩৪ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে।"
ভারতের পূজার বাজারে পদ্মার ইলিশের চাহিদা তুঙ্গে, তবে দেশের বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। রপ্তানি চলাকালীন এ বিষয়টি সামাজিক ও অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে বড় প্রশ্ন উত্থাপন করছে।