
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, “গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিনকে সূত্রাপুর থানার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও পৃথকভাবে মামলা করেন।
মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। হেদায়েতুল ইসলাম আমিনকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানানো হয়।
জসীম উদ্দিন খান বলেন, “অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।”