
ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। বিষয়টি সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার পর নোটগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। তবে এত বড় পরিমাণ বাংলাদেশি নোট কীভাবে ভারতে পৌঁছালো, তা এখনও স্পষ্ট নয়।
একটি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে কাস্টমসের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে দেখা যায়, দুই যুবক নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছেন। থামতে বললে তারা থামার ভান করেন, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন।
কাস্টমস কর্মকর্তারা তাদের ধাওয়া শুরু করলে যুবকেরা বাংলাদেশি টাকার বাণ্ডিল রাস্তায় ফেলে পালিয়ে যান। পরে কর্মকর্তারা বাণ্ডিল সংগ্রহ করে যাচাই করলে ৬০ হাজার নোট, অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এগুলো একদম নতুন এবং ব্যবহার করা হয়নি।
রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরেছিলেন। তিনি আরও জানান, এর আগেও রাইগঞ্জে এত বড় পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হয়নি।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া