
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ফের শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে ভূমি। ৬.৪ মাত্রার এই ভূমিকম্পটি আসে কয়েকদিন আগের ৮.৮ মাত্রার ভয়াবহ কম্পনের ধারাবাহিক আফটারশকের অংশ হিসেবে।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখা।
সংস্থার বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ আফটারশকটি মস্কো সময় দুপুর ১টা ৩৫ মিনিটে রেকর্ড করা হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল কামচাটকার রাজধানী পেত্রোপাভলভস্ক থেকে ২১৩ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে, যার গভীরতা ছিল প্রায় ৩৯ কিলোমিটার।
প্রথম ভূমিকম্পের মাত্র ২০ মিনিটের মধ্যে আরও চারটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৮ থেকে ৫.৭ এর মধ্যে।
এর আগে, ৩০ জুলাই কামচাটকা উপকূলে আঘাত হানা ৮.৮ মাত্রার ভূমিকম্পটি ছিল ১৯৫২ সালের পর রাশিয়ায় রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী কম্পন।
এই ভূমিকম্পের জেরে ওই অঞ্চলের ছয়টি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে, যার মধ্যে উল্লেখযোগ্য ক্লিউচেভস্কি (বা ক্লিউচেভস্কায়া সোপকা)— যেটিকে ইউরেশিয়ার সর্ববৃহৎ আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়। সংস্থাটি জানায়, এ আগ্নেয়গিরি থেকে ছাই নির্গত হচ্ছে, যা ১২ কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়তে পারে।