
পাকিস্তানে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে। বন্যায় এখনও পর্যন্ত ৬৯৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এই ধাক্কায় মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটিতে নতুন দুঃসংবাদ আসলো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি অঞ্চলে সাধারণ মানুষ ভূমিকম্পের কম্পন টের পেয়েছেন। পাকিস্তান আবহাওয়া বিভাগ জানায়, মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৫.২ মাত্রার ভূমিকম্প ঘটে। এই কম্পন মাটির ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং পেশোয়ার, সোয়াত ও অ্যাবোটাবাদেও অনুভূত হয়।
সৌভাগ্যক্রমে, ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, তাদের এলাকায় কোনো হতাহতের তথ্য মেলেনি।
ভূমিকম্পবিদদের মতে, হিন্দুকুশ পর্বতমালার ভূমিকম্প সাধারণত মাটির ১৫০–২৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এ ধরনের ভূমিকম্প পাকিস্তানের উত্তরে যেমন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত করে।
গত মে মাসেও পাকিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্পের কম্পন কেঁপে দিয়েছিল একই অঞ্চলকে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন