
ভারতের কেরালা রাজ্যে অনলাইনের মাধ্যমে মদ বিক্রি ও ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে ভাবছে রাজ্য সরকার। কেরালা স্টেট বেভারেজ কর্পোরেশন (বিইভিসিও) এ প্রস্তাব দিয়েছে রাজস্ব বাড়ানো এবং দোকানের ভিড় কমানোর লক্ষ্যে।
তবে উদ্যোগটি কার্যকর করতে হলে রাজ্যের আবকারি আইন সংশোধন জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রস্তাব অনুযায়ী, ২৩ বছর বা তার বেশি বয়সী ক্রেতারা বয়স যাচাইয়ের পর অনলাইনে অর্ডার করতে পারবেন। বিইভিসিওর আশা, এই ব্যবস্থা চালু হলে বিক্রি সহজ হবে এবং রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।
এর আগে কোভিড-১৯ মহামারির সময় অ্যাপভিত্তিক অনলাইন বিক্রির ব্যবস্থা চালু হয়েছিল ভিড় নিয়ন্ত্রণের জন্য, যদিও তখন ঘরে সরবরাহের সুযোগ ছিল না। শুধুমাত্র ডাক্তারি পরামর্শে যাদের মদ না পেলে শারীরিক সমস্যা হতে পারত, তাদের জন্য সাময়িক সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল।
কেরালায় বর্তমানে বিইভিসিও পরিচালিত প্রায় ২৭৮টি মদের দোকান রয়েছে যা তামিলনাডু ও কর্নাটকের তুলনায় মাথাপিছু দোকানের সংখ্যা অনেক কম। ফলে দীর্ঘ লাইন ও অতিরিক্ত ভিড় রাজ্যের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিইভিসিওর মতে, অনলাইন সরবরাহ ব্যবস্থা চালু হলে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
মদের বাজারে কেরালা ভারতের শীর্ষ ভোক্তাদের মধ্যে একটি। রাজ্যের অর্থনীতিতে মদ বিক্রি গুরুত্বপূর্ণ অবদান রাখে ২০২৩-২৪ অর্থবছরে মদ বিক্রির মাধ্যমে আয় হয়েছে ১৯ হাজার কোটি রুপিরও বেশি। এই অর্থ রাজ্যের জনসেবা ও অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখে। কর্মকর্তাদের ধারণা, ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হলে বিশেষ করে প্রিমিয়াম ব্র্যান্ডের বিক্রি আরও বাড়বে, যা রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।