
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) পূর্ব আরকানসাসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরদিন পুলিশ ঘটনাটির বিস্তারিত তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে।
স্থানীয় সংবাদমাধ্যম কার্ক ডটকম জানায়, বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে মাঝপথে রাডারের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই রাজ্যের জরুরি ব্যবস্থাপনা দপ্তরের সহায়তা চাওয়া হয় নিখোঁজ বিমানের খোঁজে।
পুলিশের এক কর্মকর্তা জানান, স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬ নম্বর মহাসড়কের সংযোগস্থলের কাছে, মিডওয়ে শহরের পশ্চিমে, বিমানটি বিধ্বস্ত হয় বলে খবর পাওয়া যায়। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও মার্কিন বিমান বাহিনীকে বিষয়টি জানানো হলে তারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানায়, মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তবে কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।
সন্ধ্যা ৬টার দিকে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারীরা জানান, নিখোঁজ সেসনা ২১০বি মডেলের বিমানটি পার্কিন শহরের বাইরে হাইওয়ে ৩০৬-এর দক্ষিণে এক এলাকায় পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতদের পরিচয়ও পরে নিশ্চিত করা হয়। তারা হলেন—হেবার স্প্রিংসের ৫৯ বছর বয়সী পাইলট বব ক্লার্ক বোল্টন জুনিয়র, জোন্সবোরোর ৫২ বছর বয়সী স্ট্যানলি মিচেল এবং ৫৬ বছর বয়সী মাইকেল মন্টগোমারি।
এফএএ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধানের পর দুর্ঘটনার কারণ নির্ধারণে আরও বিশদ তদন্ত চালানো হবে।