
ঘন কুয়াশায় মোড়া রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সারগোধা শহরের কাছে একটি ট্রাক খালে পড়ে গিয়ে একই পরিবারের অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের দৈনিক ডন–এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন।
পুলিশ জানায়, ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে পাঞ্জাবের খুশাবের উদ্দেশে যাচ্ছিল। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে খুশাব শহরের নিকটবর্তী দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়। পরে উদ্ধার কার্যক্রম চলাকালে আরও কয়েকজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।