
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিমদের অভ্যন্তরীণ ঐক্যের ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। তিনি দাবি করেন, "মুসলমানদের মৌলিক সমস্যা ইসলামী উম্মাহর মধ্যেই শুরু হয়। যদি মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি, চুক্তি ও সহানুভূতি তৈরি হয়, তাহলে শত্রুরা ইসলামী উম্মাহর ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না।"
বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) হরমুজগান প্রদেশে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মীদের সামনে দেওয়া এক বক্তৃতায় পেজেশকিয়ান এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, "জায়নবাদী সরকার স্বল্প জনসংখ্যার সঙ্গে... লাখ লাখ মুসলিমের চোখের সামনে নারী ও শিশুদের হত্যা করছে।" পেজেশকিয়ান অভিযোগ করেন যে অনেকে এ ঘটনার প্রতিক্রিয়ায় কেবল নিন্দা দেখায়, কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। তিনি ঐতিহাসিক ও কৌশলগত বিচারে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, "কিছু সরকারের প্রতিক্রিয়া, সর্বোচ্চ কেবল নিন্দা। এমনকি কেউ কেউ গোপনে একই অপরাধীদের পাশে বসে তাদের উৎসাহিত করে।"
পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন যে সম্মিলিত অবস্থান থাকলে এ রকম বিপর্যয় এড়ানো যেত। তিনি বলেন, "মুসলিম বিশ্ব যদি একসঙ্গে থাকত, তাহলে এই ধরনের বিপর্যয় ঘটত না। শত্রুরা আমাদের তেল, গ্যাস ও খনি কেড়ে নেয়... বিনিময়ে আমাদের একে অপরের সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র এবং বিমান দেয়। এই বিমানগুলো ব্যবহারের চাবিকাঠি আবার তাদের নিজেদের হাতে। যদি সে অনুমতি দেয়, তবে এটি উড়বে এবং যদি সে না দেয়, তবে এটি গ্রাউন্ডেড করা হবে।"
প্রেসিডেন্টের এই মন্তব্যগুলোতে তিনি মুসলিম জোটের অভাব ও বহিরাগতের প্রভাবের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং স্থানীয় নেতাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।