
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের প্রথম ভোট জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় মহাসমাবেশে বক্তব্যকালে তিনি বলেন, “বাংলাদেশে আমরা সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক সংগঠন। অথচ শহীদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আল্লাহ আমাদেরই দিয়েছেন।”
গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, সুশাসনভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্যে তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি—তাদের প্রথম ভোট যেন হয় দাঁড়িপাল্লার পক্ষে।”
তিনি বক্তব্যে সুশাসনের পথে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও আদর্শিক লক্ষ্যও তুলে ধরেন। সমাবেশে দলটির শীর্ষ নেতারা ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।