
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন চায় এবং এ বিষয়ে কোনো আপসের জায়গা নেই।
সোমবার (১৪ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। সেই সময়ের বাইরে নির্বাচন হতে পারে না। যারা এই সময়সীমাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি কোনো আপসে যাবে না। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যাচ্ছি।”
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “এমন কিছু করা যাবে না যাতে আমাদের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয়।”
তিনি আরও বলেন, “যারা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে অশোভন মন্তব্য করছে, তারা গণতন্ত্রের শত্রু। আমরা তাদের ভাষায় জবাব দেব না, কারণ অশ্লীল কথায় কারও মান ক্ষুণ্ন হয় না—বরং যারা এমন ভাষা ব্যবহার করে, তারাই নিচু মানসিকতার পরিচয় দেয়।”