
প্রয়াত বাবার স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। বাবার মৃত্যুতে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। বাবার মৃত্যুর তিন দিন পর শনিবার (২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের ভেঙে পড়া মনের অবস্থা তুলে ধরেন এ অভিনেত্রী।
পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, “আজ আমি এতিম। আর কেউ আমাকে ‘আব্বু’ বলে ডাকবে না, বলবে না—‘বাবু তুমি কই?’ আমার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। এখন আর বাবাকে দেখার জন্য দিনরাতের ব্যস্ততা নেই, অথচ নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয়, আমি আর একা নই—আমি একা হয়ে গেছি।”
তিনি আরও বলেন, “আমার পৃথিবী ছিল আব্বু আর আম্মুকে ঘিরে। আজ সেই পৃথিবীর বড় একটি অংশ নেই। এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। তবুও মনে হয়, যদি সবকিছু দিয়ে বাবাকে একটিবারের জন্য ফিরিয়ে আনতে পারতাম!”
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। সাম্প্রতিক সময়ে সিনেমায় অনিয়মিত হলেও বিভিন্ন সামাজিক ইস্যু ও ব্যক্তিগত ঘটনা নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।