
সংখ্যানুপাতিক ভোটপদ্ধতি (পিআর সিস্টেম) ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, “সংখ্যানুপাতিক ভোটপদ্ধতিতে নির্বাচন হলে সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবেন। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মর্যাদা রক্ষা পাবে।”
মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর আরও সতর্ক করে বলেন, “পিআর পদ্ধতি চালু, রাষ্ট্র সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যকর না করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হলে তা জনগণের কাছে অগ্রহণযোগ্য হবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইঁয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূইঁয়া। এ ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।