/meherpur.webp)
মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের মুর্যাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা।
বৃহস্পতিবার গভীর রাতে ছাত্র জনতা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর্যালটি ভেঙে প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝ খানে ফেলে রাখে। এছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়েছে।
বিজ্ঞাপন
ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’