
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালার উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
কর্মশালার সূচনায় ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম গবেষণা কার্যক্রম ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, একসময় দেশের মুক্ত জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেগুলো ধ্বংসের পথে। তিনি মৎস্য বিজ্ঞানীদের ধ্বংসপ্রাপ্ত প্রজাতি ও পরিবেশ পুনরুদ্ধারে গবেষণার আহ্বান জানান।
ফরিদা আখতার অবৈধ জাল ব্যবহার বন্ধ, নদী দূষণ রোধ, খাল-বিল ভরাট না করা, মুক্ত জলাশয়ে ইজারা মুক্তকরণ এবং সমুদ্র ও হাওরে বড় ট্রলারের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করেন, মৎস্য ব্যবস্থাপনায় ইজারা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করা উচিত। এছাড়া প্রজনন ক্ষেত্রগুলোতে মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে পর্যটন নিয়ন্ত্রণের কথাও বলেন তিনি।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এখন পর্যন্ত বিলুপ্তপ্রায় ৪১ প্রজাতির প্রজননসহ ৮৭টি নতুন মাছের ভ্যারাইটি উদ্ভাবন করেছে। এ উপলক্ষে ৪৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।