
আবু তাহের মুহাম্মদ জাবের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) পদে যোগদান করেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার দীর্ঘ প্রশাসনিক জীবনে জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।
তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সরকারি কাজে তিনি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সফর করেছেন।
সচিব হিসেবে যোগদানের পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, আবু তাহের মুহাম্মদ জাবের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।