
ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর বন্যায় প্লাবিত হয়েছে। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছে, এই দুর্যোগে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, এবং আবহাওয়া কর্তৃপক্ষ কিছু এলাকায় বন্যার সতর্কবার্তাও জারি করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তাগুলো পানিতে ভেসে গেছে, গাড়ি চালানো অনেকে জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্যার কারণে অনেক মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন, কেউ কেউ জরুরি কাজে বের হতেই পানির গভীরতা অতিক্রম করছেন।
মেয়র অ্যাডামস ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছেন, “কয়েক ঘণ্টার বৃষ্টির পূর্বাভাসের প্রায় সবটাই বিকেলের মাত্র ১০ মিনিটের মধ্যে হয়েছে।”
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই বন্যা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফল। লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) এবং নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কবার্তা জারি করেছে।