.jpeg)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং দায়িত্ব পালনে সবসময় সততা ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণা ও নানামুখী চাপে তার পক্ষে আর দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকা সম্ভব হয়নি।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। মানসিকভাবেও আমি ভেঙে পড়েছি। জেলা পর্যায়ে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগ করাই শ্রেয় মনে করছি।
তবে তিনি আশা প্রকাশ করেন, এনসিপি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের প্রত্যাশা পূরণে দল সফল হবে বলেও তিনি আশাবাদী।
পদত্যাগপত্রে মায়া উল্লেখ করেন, রাজনীতি তার কাছে সবসময় ছিল নীতি, সততা ও জনআস্থার সংগ্রাম। কিন্তু সাম্প্রতিক সামাজিক পরিবেশ ও পরিস্থিতি তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ায় দায়িত্বে থাকা আর সম্ভব হয়নি। আমি কাউকে আঘাত করতে চাই না, তবে আমার বিবেক, নীতি ও সততাকে বিসর্জন দিতে পারব না, যোগ করেন তিনি।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি অন্য এক গণমাধ্যমকে জানিয়েছেন, মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে কেন্দ্রকে তা জানানো হবে। তার মতে, এই কারণেই মায়া আগেভাগেই পদত্যাগ করেছেন।