
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া ঢালিউড তারকা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি, আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনলাইনে গুজবটি ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে রিয়াজের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, “এ ধরনের কিছু হওয়ার কথা নয়। আমি আপনার কাছেই প্রথম শুনলাম। সত্যিই কিছু ঘটলে এতক্ষণে খবর ছড়িয়ে যেত।”
জানা গেছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন। তার বর্তমান অবস্থান এখনও স্পষ্ট নয়। বিভিন্ন গুজবে কখনও বলা হচ্ছে তিনি ভারতে গেছেন, আবার কারও দাবি তিনি দেশের মধ্যেই কোথাও আছেন। এদিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও একসময় সক্রিয় ছিলেন রিয়াজ। তিনি শেখ হাসিনার বিভিন্ন সফরে অংশ নিয়েছেন এবং একাধিকবার তার সফরসঙ্গী হিসেবেও তাকে দেখা গেছে।
চলচ্চিত্রাঙ্গনে রিয়াজের পথচলা শুরু হয় ১৯৯০-এর দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে। এরপর টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি ঢালিউডে জনপ্রিয় নায়ক হিসেবে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।