
প্রতিপক্ষ দমনে জামায়াতের কৌশল অতুলনীয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি দাবি করেন, একবার শত্রু হিসেবে চিহ্নিত হলে, জামায়াত যেভাবে আক্রমণ করে, তা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল করে না।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এই মন্তব্য করেন। সেখানে তিনি জামায়াতের রাজনৈতিক গঠন, সাংগঠনিক শক্তি এবং আচরণ নিয়ে বিস্তর বিশ্লেষণ করেন।
জামায়াতের সাংগঠনিক কাঠামোকে "চূড়ান্তভাবে সংগঠিত" বলে আখ্যা দিয়ে রুমিন বলেন, "পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি। ভেরি এক্সট্রেমলি ওয়েল অর্গানাইজ পার্টি। জামায়াতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ডু এনিথিং ফর পার্টি।"
তিনি আরও বলেন, জামায়াতের সমর্থকেরা কোনো বিষয়ে নৈতিক বিবেচনায় যান না, বরং দলের নির্দেশকেই চূড়ান্ত মানেন। তার ভাষায়, এই দৃষ্টিভঙ্গি অনেকটা সামরিক বাহিনীর মত, যেখানে নির্দেশই সর্বোচ্চ। তিনি উল্লেখ করেন, "জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজ।"
এই প্রসঙ্গে রুমিন বলেন, "সো তারা সম্মিলিত ভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে, এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না।"
বর্তমান রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব উল্লেখ করে রুমিন জানান, এই নতুন "ডিজিটাল মাঠে"ও জামায়াত এগিয়ে। তার ভাষায়, "রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হচ্ছে প্রচলিত মাঠ... আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ।"
তিনি বলেন, একটি জনসভায় সীমিত সংখ্যক মানুষের কাছে পৌঁছানো গেলেও, ডিজিটাল কনটেন্ট মুহূর্তেই লাখো মানুষকে ছুঁয়ে যেতে পারে। এই প্রসঙ্গেই জামায়াতের আক্রমণাত্মক ডিজিটাল উপস্থিতি নিয়ে রুমিনের পর্যবেক্ষণ, "ডিজিটাল মাঠে জামায়াত... তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যেকোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে। যেকোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে।"
জামায়াতের রাজনৈতিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন বলেন, "রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়।" তিনি উল্লেখ করেন, একসময় জামায়াতের কঠিন সময়ে সংসদে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছিলেন, অথচ সেই সহযোগিতার কোনো মূল্য জামায়াত দেয়নি।
তার বক্তব্যে স্পষ্ট, নিজের কিছু বক্তব্য বা জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান যদি জামায়াতের কাছে হুমকি মনে হয়, তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে কোনো দ্বিধা করে না। তিনি বলেন, "যদি জামায়াতের জন্য তারা হুমকি মনে করে, সাথে সাথে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না।"