
বাংলাদেশে বন্যা মোকাবিলায় সহায়তা হিসেবে চীন সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম সহ আট কনটেইনার সরবরাহ করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তরে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
আট কনটেইনারে পাঠানো সরঞ্জামের মধ্যে রয়েছে ৫০০টি লাইফ ভেস্ট, সমসংখ্যক রেসকিউ হেলমেট, বুট ও গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র্যাফ্ট, ৫০টি রেসকিউ প্যানেল, ডিজেল জেনারেটর, পানি পরিশোধন ও লবণমুক্তকরণ যন্ত্রসহ অন্যান্য সহায়ক সরঞ্জাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। চীনের এই সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করবে। বন্যাদুর্গতদের উদ্ধারে এই সরঞ্জাম জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি, রেড ক্রিসেন্ট সোসাইটি এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। তিনি এই সহায়তাকে রেড ক্রিসেন্টের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্য, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি'র প্রতিনিধি, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা। হস্তান্তর অনুষ্ঠানের শেষে স্বেচ্ছাসেবকরা প্রদত্ত সরঞ্জামের একটি অংশ প্রদর্শন করেন।