
খুলনার আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) রাত প্রায় পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক লাইনে উঠে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি সামনের দিকে সরিয়ে নেয় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর গেটম্যান ওহেদুল পলাতক রয়েছে বলে জানান তিনি।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, বাইপাস রোডের রেল ক্রসিংয়ে ট্রাকটি উঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজন বয়স্ক যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা রেল স্টেশনের মাস্টার জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকার উদ্দেশে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা সুন্দরবন এক্সপ্রেস বিলম্বে যাত্রা শুরু করবে বলে জানান তিনি।