
নির্বাচন নির্ধারিত সময়েই সম্পন্ন হবে এবং এতে এক দিনেরও বিলম্ব হবে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময়সীমা উল্লেখ করেছেন, নির্বাচন তার আগেই হবে—এই বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে এ মন্তব্য করেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
সংলাপে শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ড. ইউনূস এপ্রিলের শুরুতে নির্বাচন আয়োজনের কথা বললেও পরবর্তীতে লন্ডনে আলোচনার সময় জানানো হয়, যদি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেই সম্ভব হবে। এখনো সেই সময়সূচিতেই অটল রয়েছে প্রশাসন।
নির্বাচনকে ঘিরে উদ্দীপনাপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে প্রেস সচিব বলেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।