
শাপলা ফুল তুলতে গিয়ে নৌকাডুবিতে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়া গ্রামে শাপলা বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযান শেষে বিলে তলিয়ে যাওয়া দুইজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মোহাম্মদ মামুন।
তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা সম্ভব হয়নি।