
আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যু সংক্রান্ত জালিয়াতির ঘটনায় সাবেক আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এই জরিমানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ৩০ জুলাই অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ওই সভায় বন্ড জালিয়াতির কারণে বিনিয়োগকারী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালমান এফ রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল।
এছাড়া, সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকেও আজীবন, বিএসইসির সাবেক কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক সিইও ইমরান আহমেদকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়।
জরিমানা ধারা অনুযায়ী সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা এবং ক্রেডিট রেটিং প্রদানকারী ইমার্জিং ক্রেডিট রেটিংকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ এর মোট অভিহিত মূল্য ১৫০০ কোটি টাকা এবং ইস্যু মূল্য ১০০০ কোটি টাকা। আইএফআইসি ব্যাংক জামিনদার এবং আইএফআইসি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করলেও মূলত রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ (এসটিএল) এই বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করেছে।
কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম ‘আইএফআইসি আমার বন্ড’ হিসেবে প্রচার করা হয়, যা বিনিয়োগকারীদের ধারণা দেয় যে, বন্ডটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে। এভাবে বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে অর্থ বিনিয়োগ করেছেন।