
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি সাম্প্রতিক সময়ে নানা জটিলতার মধ্যে থাকলেও এবার নতুন এক ইস্যুতে আদালতের শরণাপন্ন হয়েছেন। ব্যক্তিগত পরিচিতি ও চিত্র অধিকার রক্ষায় তিনি ‘প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস’ চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন। বিষয়টি তিনি জানিয়েছেন ‘বিগ বস’ খ্যাত আইনজীবী সানা রইস খানকে।
সাম্প্রতিক বছরগুলোতে বলিউড তারকাদের অনুমতি ছাড়া তাদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার ঘটনা বাড়ছে। সেই ধারাবাহিকতায় শিল্পা অভিযোগ করেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার নাম ও ছবি বিকৃত বা ভুলভাবে ছড়িয়ে দিচ্ছে।
তার অভিযোগ, প্রচারের উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া বা সম্পাদিত ছবি ব্যবহার করছে, যা তার আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান বলেন, “শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ তার অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে লাগাতে পারে না। বছরের পর বছর পরিশ্রম করে অর্জিত এই সুনাম নষ্ট হচ্ছে এসব অপব্যবহারে। ব্যক্তিগত লাভের জন্য কোনোভাবেই অভিনেত্রীর ছবি এভাবে ব্যবহার করা যায় না।”
উল্লেখ্য, শিল্পার আগে বলিউডের আরও কয়েকজন তারকাও একই কারণ দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশানের মতো তারকারাও তাদের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষায় বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন।