
শীতকাল শুরু হলেও রাজধানীর বাজারগুলোতে সবজির দামে ক্রেতাদের জন্য এখনও সহজলভ্যতা পুরোপুরি নেই। সাধারণত শীতকালে সবজি প্রচুর পাওয়া যায় এবং দামও কম থাকে। কিন্তু এবার পরিস্থিতি উল্টা, বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
তবে কিছু সবজির দাম ১০০ টাকার ঘরেও পৌঁছেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রতিপিস ফুলকপি এবং বাঁধা কপি (মাঝারি আকারের) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বেগুন (গোল) ৮০ টাকা কেজি, মুলা ৪০ টাকা কেজি, ঝিঙা ৮০ টাকা কেজি, বরবটি ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, শসা ৮০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি, শালগম ৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, শিম ৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, নতুন আলু ১২০ টাকা কেজি এবং পেঁয়াজের ফুল ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা দাম দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, "শীত মৌসুম শুরু হলে সারা দেশে সবজির দাম কমে। অথচ এবার উল্টোটা দেখা যাচ্ছে। বাধ্য হয়ে সবজি কিনছি।"
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম। তারা বলেন, "বৃষ্টির কারণে কিছুদিন আগে ক্ষেতে থাকা সবজির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সবজির ফলন কমে গেছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে।"