
অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নিবন্ধনের শর্ত পূরণ না করায় ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার।
বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
সরকারের দাবি, ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা ছড়ানো, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তিন কোটি জনসংখ্যার দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশের বেশি।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার পর্যন্ত এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের সময়সীমা দিয়েছিল। শর্ত অনুযায়ী, স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিতে হতো। নিবন্ধন না করলে সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করতে বলা হয়। তবে কোন কোন প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি; কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে তাদের সেবা দেশে বন্ধ করে দিতে হয়েছে।”