
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, এবার ফাঁদ দেখবে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। সভা রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে অনুষ্ঠিত হয়।
সিইসি আরও বলেন, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন ভেঙে যাবে। যারা অস্ত্র ব্যবহার করে ভোট জিততে চায়, তাদের জন্য সুখবর নেই। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। যদি কারো কাছে ভোটকেন্দ্র দখলের ইচ্ছা থাকে, দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।
দেশের ক্রান্তিকালে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে দেশ কোন দিকে এগোবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
তিনি জানান, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে।
নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। রাজনৈতিক দলগুলো তর্ক-বিতর্ক করছে, আমি এতে যুক্ত হতে চাই না। আইন পরিবর্তন হলে তবেই পরিবর্তন সম্ভব।
সরকার থেকে কোনো চাপ আসেনি জানিয়ে সিইসি বলেন, “যদি আমাকে চাপ দেওয়া হয়, আমি পদত্যাগ করব। এছাড়া তিনি জানান, আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না। তাদের বিচার চলছে, তাই চলাকালীন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।