
কাউকে সুবিধা দেওয়ার জন্য নয়, আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোচ্ছে। তিনি যোগ করেন, একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই।
এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড অটুট রয়েছে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে শতভাগ পেশাদারিত্বে কাজ করবে কমিশন।
অন্যদিকে, ইসি সচিব আখতার আহমেদ জানান, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন আরও বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তার ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকানো ও প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়া এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।