
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটেছে, এতে শিশুসহ দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন সামসুদ্দিন (৬০) এবং নুসরাত বেগম (৭)। সামসুদ্দিন কেশবপুর গ্রামের বাসিন্দা, আর নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে তারা কান্দাপাড়া গ্রাম থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরের উদ্দেশ্যে নৌকায় রওয়ানা দেন। নৌকায় মোট সাতজন যাত্রী ছিল। হঠাৎ ঝোড়ো বাতাসে নৌকাটি ধারাম হাওরে ডুবে যায়। এই ঘটনায় চালকসহ পাঁচজন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়, তাদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, “নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য অভিযান চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।”