
খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমান। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। গুলির পর ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ও মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহবুব নিজ বাড়ির সামনে গাড়ি পরিষ্কার করছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে করে আসা তিনজন অস্ত্রধারী তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, যুবদলের সভাপতি আবৃদুল আজিজ সুমনসহ বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। বিএনপি নেতারা অভিযোগ করেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে বহুবার প্রশাসনকে অবগত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা মাহবুব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।
ওসি মীর আতাহার আলী বলেন, “ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে।”
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রামদা হাতে মাহবুবের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই রাতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ঢাকাওয়াচ/এমএস