
হামাসের ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়াকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে দাবী করেছেন যে এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, ফিলিস্তিনিদের কষ্ট দ্রুত লাঘব করতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছাতে কোনো বাধা থাকা যাবে না—এবং ইসরাইলকে তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
ইসহাক দারের এক্স পোস্টের সুনির্দিষ্ট ভাষ্য — “এখনই যুদ্ধবিরতি হতে হবে, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে মানবিক সহায়তা প্রবাহে কোনো বাধা থাকা উচিত নয়। ইসরাইলকে অবশ্যই তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।”
এর আগে গত দিনে দার জানান, ট্রাম্প যে ২০ দফার প্রস্তাব দিয়েছেন—গাজার জন্য যুদ্ধবিরতি আনার লক্ষ্য নিয়ে—তা জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং আরব ও মুসলিম দেশের প্রস্তুত খসড়ার সাথে সঙ্গত নয়।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে নতুন প্রস্তাবে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সংশোধিত প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহার হামাসকে নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং ইসরায়েলকে ‘সন্ত্রাসী হুমকি’ সম্পূর্ণ শূন্য না হওয়া পর্যন্ত ধাপে ধাপে বাফারজোনে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই নিয়ে প্রত্যক্ষ প্রতিক্রিয়া ও বিশ্লেষণ এখনও চলমান—যেখানে রাজনৈতিক ও কূটনৈতিক মহল ট্রাম্পের প্রস্তাব, সংশোধিত শর্তাবলী ও সেগুলো কিভাবে বাস্তবে প্রভাব ফেলবে, তা খতিয়ে দেখছে।
সূত্র: আল জাজিরা, অ্যাক্সিওস।