
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে। এখন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব বলেন, “আমাদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের পূর্ব নির্ধারিত সময় ছিল ২৫ ডিসেম্বর, যা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এখনো নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তারা অনুগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন।”
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখতে, যাতে সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা নমিনেশন পেপার জমা দেওয়ার সঙ্গে সম্পর্কিত ব্যাংক ট্রানজেকশন বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন।