চবিকে অস্থিতিশীল করার পাঁয়তারাকারীদের শাস্তির দাবী ছাত্রদলের


Jan 2025/CU Chatradol.jpg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) অস্থিতিশীল করার চেষ্টা এবং ছাত্রদলের প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার (১৯ জানুয়ারি) চবি ছাত্রদলের পূর্বঘোষিত ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে চবি শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে; যা চাকসু ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী চবির প্রক্টরের সাথে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দেয় চবি ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রক্টরের সাথে মতবিনিময় করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×