পাবিপ্রবিতে বাস চালাচ্ছিলেন হেলপার, প্রাণ গেলো পথচারীর


5Feb 2025 (Naeem)/pabna-accident.jpg

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাবনা শহরের অনন্ত বাজার সংলগ্ন দক্ষিণ রঘবপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে নিশ্চিত করেছে পাবনা সদর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে পাবনা শহর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস অনন্ত বাজারের দিকে আসছিল। মসজিদের সামনে এক পথচারী রাস্তা অতিক্রম করতে গেলে বাসটি ওই পথচারীকে ধাক্কা দেয়। বাসটি পথচারীরকে চাপা দিয়ে ১৫-২০ ফিট ছেঁচড়ে নিয়ে যায়। এরপর গাড়িটি থামানোর ২-৩ মিনিটের মধ্যেই ওই পথচারীর মৃত্যু হয়।

তবে গাড়িতে থাকা যাত্রীরা জানান, সকালের স্টাফ বাসটি লাইব্রেরি বাজার দিয়ে অন্তত হয়ে ক্যাম্পাসে যাচ্ছিল। অনন্ত এলাকায় এলে গাড়ির গতি কমানো হয়। কিন্তু হুট করেই রাস্তা পার হতে এক পথচারী বাসের সামনে চলে আসেন। চালক গাড়ি থামানোর আগেই তিনি বাসের চাকার নিচে পড়ে যান। এরপর গাড়ি থামানোর ২-৩ মিনিটের মধ্যে ওই পথচারীর মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জালাল নামের একজন বাসটি চালালেও তিনি মূলত হেলপার। বাসের চালকরা অনুপস্থিত থাকলে তিনিই গাড়ি চালান। শুধু জালালই না, তিনজন হেলপার নিয়মিতই চালকদের অনুপস্থিতিতে গাড়ি চালান।

গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টাফ বলেন, ‘নিয়মিত চালক হলে এই দুর্ঘটনাটা নাও হতে পারতো। ওই পথচারী কখন গাড়ির সামনে চলে আসেন সেটা চালক খেয়াল করেননি। গাড়ির যাত্রীরা বলার পর তিনি গাড়ি থামিয়েছেন।’

পাবনা সদর থানার এসআই জাকির হোসেন বলেন, ‘রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি তাকে ধাক্কা দেয়। খুব জোরে ধাক্কা লাগার কারণে লোকটি সেখানেই মারা যায়। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মরদেহের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘স্টাফ বাসের বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরি বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফেরত আসার সময় এ ঘটনা ঘটে। আমি নিজে গিয়ে মরদেহ দেখে এসেছি। যদি তদন্তে ড্রাইভারের কোনো ভুল উঠে আসে, আমরা ব্যবস্থা নেবো।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×