রাবিতে উদযাপন হয়নি বসন্তবরণ উৎসব, প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ


February 4 2025/iubbiu hui.jpg

প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং চারুকলা বিভাগ বসন্তবরণ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও এ বছর কোনো বিভাগের আয়োজনে বসন্ত বরণ উদযাপন অনুষ্ঠিত হয়নি। 

এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ‘তুমি কে, আমি কে বঞ্চিত, বঞ্চিত’, এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। 

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সদস্যরা বলেন, এই কর্মসূচি ৯ বছর ধরে পালিত আসছে। সমাজে প্রেম ও ভালোবাসার অভাব পরিলক্ষিত। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, তবে পবিত্র প্রেমের নামে এই বৈষম্য চাই না। আমরা চাই সমতা। এজন্য ভালোবাসা দিবসে এই কর্মসূচি। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন প্রেমবঞ্চিত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া এলাকায় মেয়েদের সকল হল ঘুরে সেন্টার লাইব্রেরি ও পারিস রোড হয়ে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×