ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৪টার পর এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের সহকারি পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আজ বিকাল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এদিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সড়াতে পুলিশ সদস্যদের ধাওয়া দিতে গেছে। তবে পরিস্থতি এখনও শান্ত হয়নি। সায়েন্স ল্যাব এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত ১৯ জানুয়ারি সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।