পদ-পদবি দিয়ে শিক্ষকতা পেশায় টিকে থাকা সম্ভব নয়: ঢাবি ভিসি


15Feb Naeem/vc-dw.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, শুধুমাত্র চাকরির অভিজ্ঞতা, পদবি বা পেশাগত অবস্থান দিয়ে এই পেশায় টিকে থাকা সম্ভব নয়। একাডেমিক পরিচয়ের পাশাপাশি আমাদের মধ্যে প্রকৃত শিক্ষকসুলভ গুণাবলি বিকাশ করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত নবনিযুক্ত শিক্ষকদের পাঠদানের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আমাদের এখানে নতুন কিছু শিক্ষক যোগ দিয়েছেন, যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন। তারা কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে বা সুপারিশের মাধ্যমে আসেননি। আমি আশা করি, তারা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন। অতীতে আমরা দেখেছি, নিজেদের যোগ্যতা আমরা অনেক সময় অবমূল্যায়ন করেছি। কিন্তু আপনারা তরুণ, আর তরুণরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত। ঐক্যবদ্ধ হলে আপনারাই এই বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। শিক্ষকরা ছাত্রদের আদর্শ, তাই আপনাদের অবশ্যই গুণী ও দক্ষ শিক্ষক হয়ে উঠতে হবে।’

প্রধান অতিথি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘শিক্ষকতা পেশার একটি বিশেষ দায়বদ্ধতা রয়েছে। এটি অন্যান্য পেশার মতো শুধু দায়িত্ব পালন করে শেষ হয়ে যায় না; বরং সমাজের প্রতি এক গভীর দায়িত্ববোধও বহন করতে হয়। এজন্য আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।’ 

এ ছাড়াও তিনি নবীন শিক্ষকদের উদ্দেশ্যে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদানের কৌশল, নীতি-নৈতিকতা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, নবীন শিক্ষকদের পাঠদানের মানোন্নয়নে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×