ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রদল নেতা
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে ক্যাম্পাসে আটক করে রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে হলের একটি কক্ষে আটক করে রাখে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ এর আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য টাকা নেন আকাশ। প্রায় ৯৮ জনের কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি। এর জেরে শিক্ষার্থীরা তাকে বিজয় ২৪ হলে আসলে আটকে রাখেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যারা প্রকৃতপক্ষে হতদরিদ্র তাদেরকেই মূলত কলেজের দরিদ্র হতবিল থেকে সাহায্য করা হয়। কোনও পার্টির আসলে সে যে পার্টিই হোক এভাবে ফরম পূরণের টাকা কম রাখা হয় না। ৫ আগস্টের পর থেকে আমরা পূর্ণ সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছি, এর পর থেকে আর কোনও অনৈতিক কাজের সাথে আমরা জড়াতে চাই না।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, এ ঘটনার পর আসাদুজ্জামান আকাশকে ছাত্রদলের কমিটি থেকে বহিস্কার করা হয়েছে।