কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার নিন্দা ও দোষীদের বিচারের দাবি চুয়েট উপাচার্যের


Feb 2025/Kuet VC.jpg

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে সম্প্রতি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রদত্ত বিবৃতিতে চুয়েটের উপাচার্য বলেন, ‘কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ একজন বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও দক্ষ প্রশাসক হিসেবে বিবেচিত। সারাদেশে শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে তা বিশ্বমানের হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নতুন যাত্রা শুরু হয়েছে, তিনি সেখানে একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং তিনি বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্ষদের সভাপতি। এমন একজন শিক্ষাগুরু ও গবেষককে অসম্মান মোটেই কাম্য নয়। তাঁকে এভাবে লাঞ্ছিত করার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও বিস্মিত।’

এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×