চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু


March 2025/CU Chatradol.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে চবির জিরো পয়েন্টে বুথ স্থাপন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতৃবৃন্দ। 

সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়ে যাওয়া দেশের অন্যতম বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাস বিনির্মানে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর স্বাধীন ক্যাম্পাসে সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিযোগিতা হচ্ছে। আমরা বিশ্বাস করি, নবীন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম তরান্বিত হবে। এই লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজকের এই সদস্য সংগ্রহ কর্মসূচি যা কয়েক দিন চলমান থাকবে।’ 

এ সময় নবীন সদস্যদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে চবি শাখার সদস্য কার্যক্রম ঘোষণা করা হয়। যেখানে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×