হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত সন্দেহে কুবি শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে র্যাব
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৭ পিএম, ০৭ মার্চ ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তুলে নিয়ে গেছে র্যাব-১১। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কোটবাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে মোহাম্মদ হান্নান রাহিমকে তুলে নিয়ে যায় র্যাব। পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ।
এ বিষয়ে র্যাব -১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। পরে তাকে থানায় হস্তান্তর কর হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোর্শেদ বলেন, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। শুধু হিযবুত তাহরীর সন্দেহে কথা বলার জন্য র্যাব নিয়ে এসেছিল। পরে থানায় আনা হয়। কথা বলার পর এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।