শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছে জবি ইসলামী ছাত্রশিবির


MARCH NAEEM 2ND/shibir-.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের রমজান মাস উপলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৫০০ শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করে সংগঠনটি।

জানা যায়, মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কুরআনের মোট আড়াই হাজার কপি বিতরণ করবে সংঘটনটি। শিক্ষার্থীরা এ উপহার পেতে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৩ মার্চ। উপহারের মজুদ শেষ হলে তাদের এ কর্মসূচি সমাপ্ত হবে বলে জানানো হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত শিবিরের এ উপহার।

শিবিরের এ উদ্যোগ সর্ম্পকে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সবার উচিত অর্থসহ কুরআন পড়া। শিবির আমাদের এ কাজটি করতে উৎসাহ দিচ্ছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও ছাত্রশিবিরের এমন কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  সব সময় সাধারণ শিক্ষার্থীদের নিয়েই কাজ করে যাচ্ছে।  শিক্ষার্থীরা যাতে করে নৈতিকতা সম্পন্ন মেধাবী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ প্রচেষ্টা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুহাজার পাঁচশ শিক্ষার্থীর কুরআন বিতরণ করার একটি উদ্যোগ হাতে নিয়েছি। আজকে প্রথম দিনেই আমরা ৫০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে কুরআন বিতরণ করছি। বাকি কুরানগুলো আমরা দ্রুতই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দেব।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×